আশাশুনি ব্যুরো: আশাশুনিতে অডিও কনফারেন্সের মাধ্যমে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের উদ্বোধন করলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক। অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি’র নির্দেশনায় এবং আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ০৩ টায় উপজেলার বড়দল ইউনিয়নের চাম্পাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভ্রাম্যমান মেডিকেল টিমের উদ্বোধন শেষে প্রথম দিনের কার্যক্রম শুরু করা হয়। উদ্বোধন শেষে অডিও কনফারেন্সের মাধ্যমে অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘাতক ভাইরাস করোনা মোকাবেলায় আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। করোনা মোকাবেলার পাশাপাশি আমরা অসহায় খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সাধারণ রোগীদের কথা ভেবে আমরা এই ভ্রাম্যমান মেডিকেল টিমের ব্যবস্থা করেছি।আশাকরি ভ্রাম্যমাণ মেডিকেল টিমের কারণে আশাশুনির সাধারণ মানুষ উপকৃত হবে। তিনি অডিও কনফারেন্সে বলেন, করোনা সংক্রান্ত ভয় নয়, সর্তকতা অবলম্বন করে সরকারের নির্দেশনা গুলো মেনে চলতে হবে। তবেই কেবল করোনা থেকে আমারা মুক্ত হতে পারবো। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে। এসময় তিনি সমাজের বিত্তবান মানুষদের গরীব,দুস্থ ও অসহায় মানুষদের পাশে এসে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
এসময় জাতীয় সাংসদ প্রতিনিধি, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মণ্ডল, বড়দল ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ সানা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ: সামছুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম আলাউদ্দীন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্র নেতা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ মেডিকেল টিমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ মেডিকেল টিমে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ সাইফুল ইসলাম, স্বাস্থ্য সহকারী এস এম মোক্তারুজ্জামান স্বপন, মোঃ মনিরুজ্জামান, সি এইচ সি পি মোঃ ফিরোজ হোসেন।