অনলাইন ডেস্ক: করোনায় লকডাউনের কারনে ১৯ দিন ঢাকায় আটকে থেকে মানবেতর জীবন যাপনের পর সাতক্ষীরায় ফিরেছেন আশাশুনির বৃদ্ধ পঞ্চানন গাইন।
আশাশুনির ১১ নম্বর কাঁদাকাটি ইউনিয়নের সাবেক মেম্বার পঞ্চানন গাইন মামলার কাজে ঢাকায় গিয়েছিলেন । হঠাৎ করবোনার কারণে লকডাউন হয়েযায় ঢাকাসহ সারাদেশ। আর সে কারণেই ১৯ দিন ঢাকার গাবতলির ফুটপাতে নাখেয়ে মানবেতর জীবনযাপন করেন তিনি। বিষয়টি নজরে আসে ৭১ টেলিভিশনের। তাকে নিয়ে সংবাদ প্রকাশ হয় ৭১ টিভি চ্যানেলে। সংবাদ প্রকাশের পর সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানতে পেরে পঞ্চানন গাইনকে সাতক্ষীরায় নিয়ে আসার ব্যবস্থা করেন। আজ পুলিশ সুপারের সহযোগিতায় সাতক্ষীরায় পৌছান পঞ্চানন গাইন। সাতক্ষীরায় পৌছানোর পর পুলিশ সুপারের তরফ থেকে খাদ্য সহায়াতা প্রদান করে পঞ্চাননের নিজ গ্রাম কাদাকাটিতে পৌঁছে দেয় পুলিশ।
অসহায় বৃদ্ধ পঞ্চানন কে সহায়তা করায় কাদাকাটি এলাকার সাধারণ মানুষ সাতক্ষীরার পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছে ও দীর্ঘায়ু কামনা করে দোয়াও করছে তারা।