আসাদুজ্জামান: সাতক্ষীরায় বিদেশ ফেরত নতুন ৪ জন মোট ৩ হাজার ৫৪১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড় পত্র দেয়া হয়েছে আরো ৩ হাজার ৩৩৭ জনকে। এছাড়া জেলার বাইরে থেকে আসা সন্দেহজনক এক করোনা রোগীসহ মেডিকেল কলেজ হাসাপাতালে আসোলেশনে রয়েছে ৪ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে আরো ২১ জন। গায়ে জ্বরসহ অচেতন অবস্থায় ওই সন্দেহভাজন রোগীকে গতকাল সদর উপজেলার আলীপুর এলাকা থেকে আনা হয়। তার নমুনা সংগ্রহ করে আজ আইইডিসিআরের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
এদিকে, সাতক্ষীরা জেলা থেকে মোট ২১২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। ২৮ টি রিপোর্টই নেগেটিভ এসেছে। বাকীদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
সাতক্ষীরায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো রিপোর্টগুলোর মধ্যে যে ২৮ টি রিপোর্ট হাতে এসছে তার সবই করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত।
পূর্ববর্তী পোস্ট