বিদেশের খবর: অবশেষে জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শনিবার ২০ দিন পর প্রথমবার দেখা গেল তাকে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।
কেসিএনএ জানিয়েছে, মে দিবসে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটেছেন কিম জং উন। তাকে দেখে কারখানা উৎসবমুখর হয়ে ওঠে। এসময় উপস্থিত কারখানায় লোকেরা ‘উল্লাসে ফেটে’ পড়েন।
যদিও কেউ খবরটি নিশ্চিত করতে পারেনি। তাছাড়া গণমাধ্যমে অনুষ্ঠানের কোনো ছবি পাওয়া যায়নি।
গত ১১ এপ্রিল কিম জং উন একটি রাজনৈতিক সভায় সভাপতিত্ব করেন। এরপর ১২ এপ্রিল তাকে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখা যায়। কিন্তু এরপর তাকে আর দেখা যায়নি। তার স্বাস্থ্যের অবনতি নিয়ে জল্পনা চলছিল বিশ্বজুড়ে।
বিগত কয়েক দিন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদ মাধ্যম।
সোশ্যাল মিডিয়ায় ৩৬ বছর বয়সী কিম জং উনের মৃতদেহের ছবিও ভাইরাল হয়। তবে এনিয়ে কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া।