বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: সম্প্রতি বিশ্বজুড়ে মরণঘাতী করোনা সংকট মোকাবেলায় আশাশুনির বিভিন্ন ইউনিয়নের দিনমজুর ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন আশাশুনিতে টহলরত বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম। গতকাল বিকালে উপজেলা নির্বাহী অফিসার আলীফ রেজা ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানার নেতৃত্বে আশাশুনিতে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আব্দুল্লাহ আল সাকিব সহ সেনা সদস্যর উপস্থিতিতে বিভিন্ন ইউনিয়নে বাজার মনিটরিংকালে অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কালে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা সংকট মোকাবেলায় জনগকে সচেতন করার লক্ষ্যে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ সংকটময় মুহূর্তে অসহায় মানুষ যাহাতে খাদ্য সংকটে না পড়ে এ জন্য আমরা রাস্তাঘাট ও বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। খাদ্য সামগ্রী বিতরণ কালে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ঘাতক করোনা ভাইরাস থেকে নিজেকে, নিজের পরিবার তথা দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে সচেতনতা অবলম্বন করে ঘরে থাকতে হবে। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা (ভূমি) সরকারি অফিসের অফিস সহকারি মোস্তাফিজুর রহমান ও আশাশুনি থানার পুলিশ ফোর্স।
পূর্ববর্তী পোস্ট