আসাদুজ্জামান : “বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষ হয় ” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালি, আলোচনাসভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ৮টায় শহরের পুরাতন কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন জজ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার মোঃ আমিরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম আরিফুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ তহিদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. কাহ আলম, পিপি এড. ওসমান গণি, জিপি গাজী লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, টাকার অভাবে আর কোন গরিব দুখী মানুষের বিচার থেকে বঞ্চিত হতে হবেনা। গরিব দুঃখী মানুষের আইনি সহায়তা করবে আইনগত সহায়তা প্রদান কমিটি। তারা আরো বলেন, গরিব দুঃখী মানুষের আইনের সহায়তা পাওয়ার অধিকার মৌলিক অধিকার।
আলোচনা সভা শেষে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পূর্ববর্তী পোস্ট