সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নীল সাতক্ষীরা পরিবার’ এর উদ্যোগে শহর ও শহরতলীর করোনায় কর্মহীন ও ঘূর্ণিঝড় “আম্ফান”-এ ক্ষতিগ্রস্থ কয়েক শতাধিক পরিবারের প্রায় দেড় হাজার মানুষের জন্য ঈদ সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়েছে।
শনিবার, সকালে শহরের পাবলিক স্কুল প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে স্বল্প সংখ্যক মানুষকে এই উপহার সামগ্রী প্রদান করা হয় এবং অধিকাংশ পরিবারগুলোতে বিভিন্ন মাধ্যমে পৌঁছে দেওয়া হয়।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, করোনা মহামারীর মধ্যে এই প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ জেলার তালিকায় প্রথমেই সাতক্ষীরা। ফলে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে এসকল পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার অংশ হিসাবে এই আয়োজন করা হয়। আয়োজনে আগত সকলকে সংগঠনের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করে এবং দূরত্ব মেনে কাজ করার জন্য সতর্ক ও সচেতন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মির্জা অর্ঘ্য, আদিবা আদৃতা। সভাপতিত্ব করেন রেজাউল আলম রিজভি এছাড়া উপস্থিত ছিলেন ছামিয়া মাহিম তানিম জাওয়াদ তৌফিক প্রজ্ঞা পারভেজ আতিক সাকিব আমিন ইতি যুথি ফিরোজ রফি সহ স্বপ্নীলের স্বেচ্ছাসেবকরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
পূর্ববর্তী পোস্ট