আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরে পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো দুই শিশু। রোববার দুপুরে উপজেলা পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামে এ ঘটনাটি ঘটে।
মারা যাওয়া ওই যুবকের নাম আল-আমিন (৩২)। সে পাখিমারা গ্রামের মুজিবর রহমান গাজীর ছেলে।
এদিকে, আহতরা হলো, একই গ্রামের ফয়সল আহমেদ (১২) ও সুমন হোসেন (৯)।
নিহতের স্বজনরা জানান, শিশু ফয়সল ও সুমন বাড়ির পাশে পাতাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা করছিল । এ সময় হঠাৎ পল্লীবিদ্যুতের তার ছিড়ে তাদের গায়ের উপর পড়লে তারা যন্ত্রনায় ছটফট করতে থাকে। এ সময় তাদের পাশে থাকা পথচারী আল-আমিন তাদের ওই অবস্থা দেখে দ্রুত সেখানে গিয়ে বিদ্যূতের তার সরিয়ে তাদেরকে বাঁচাতে গেলে সে নিজেই ওই তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষনা করেন। তবে, আহত ফয়সল ও সুমন আশংকা জনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক ইয়াছিন আলী জানান, নিহত আল-অমিনের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হপসাতাল মর্গে পাঠানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট