নিজস্ব প্রতিনিধি :
বিদ্যুতের শর্ট সার্কিটে পুড়ে ছাই হলো সাতক্ষীরার রাশেম আলীর স্বপ্ন। মৃত্যু হলো তীলে তীলে গড়া একটি স্বপ্নের। পোড়া গন্ধে বিষিয়ে উঠেছে রাশেম আলীর চারপাশ।
৩১ মে রাতের কোন এক সময় বিদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সৃষ্ট আগুনে মেসার্স করিম এ্যান্ড সন্স এর অফিস কাম গোডাউন। পুড়ে যায় প্রায় ২কোটি টাকার মালামাল।
এটির মালিক সাতক্ষীরা শহরের কাটিয়া(আমতলা মোড়) এলাকার মৃত শেখ আব্দুল করিমের পুত্র শেখ রাশেম আলী।
ক্ষতিগ্রস্থ রাশেম আলী জানান, তিনি দীর্ঘদিন যাবত দেশের জনপ্রিয় কোম্পানি জনসন এ্যান্ড জনসন, এ্যানফোর্ডস বাংলাদেশ লিমিটেড, মৌসুমী এন্টারপ্রাইজ এর প্রসাধনী, আলাফা ডিস্ট্রিবিউশন কোম্পানী, ট্রান্সকম বাংলাদেশ লিমিটেড, অজান্তা বাংলাদেশ,মিয়ামি পোকো ইন্ডিয়া লিমিডেট, অক্সি জাপান, ম্যানোলা কোম্পানী সমূহের ডিলারশীপ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসা পরিচালনা করার জন্য কাটিয়া আমতলা মোড়ে হামিদ এর বাড়ীর নিচতলা ভাড়া নিয়ে অফিস কাম গোডাউন করে সেখানে মালামাল রাখতেন। সম্প্রতি করোনা ভাইরাসের কারনে ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে না পারায় গোডাউনে প্রায় ২ কোটি টাকার মালামাল রাখাছিল। গত ৩০ মে সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় সেটি তালাবদ্ধ করে করে বাড়ি যান। ৩১ ভোর ৪ টার দিকে খবর পান তার গোডাউনে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের লোকজন যদিও আগুন নিয়ন্ত্রনে নিয়েছেন। কিন্তু ততক্ষণে রাশেম আলীর ২ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে এখন শুধু পোড়া গন্ধ ছাড়া আর কিছুই নেই। এঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং- ১২৯৩।
জানা গেছে, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং কোম্পানীর কাছ বাকীতে মালামাল নিয়ে এ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আকর্স্মিকভাবে এধরনের ক্ষতি হওয়ায় তিনি অনেকটা হতভম্ব হয়ে পড়েছেন। কিভাবে তিনি ওই ঋণের টাকা পরিশোধ করবেন। কিভাবে আবারো সোজা হয়ে দাঁড়াবেন। এই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
৩১.০৫.২০২০