বিশেষ প্রতিনিধি :- সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের দরবাস্তিয়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঢেউর বিলের মতো পেলী চাঁদ বিলের সরকারী খাল দখলবাজদের দখলে ও এলাকার সাধারণ জনগণের যাতায়াতের একমাত্র পথ ভেঁড়ীটির উপরে আম গাছের চাষ ও মুখে বাঁশের বেঁড়া দিয়ে যাতায়াত পথ বন্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন ঘুরে দেখা যায় যে, ধুলিহর দরবাস্তিয়া গ্রামের ঢেউর বিলের সরকারী খালের মতো পেলীচাঁদের বিলের সরকারী খাল দখল করে মোটা অংকের অর্থের বিনিময়ে ইজারা দিয়ে ও নিজেরা নেট,পাটা ও বাঁধ দিয়ে মাছ চাষ করছে বহাল তবিয়তে এমনটি এলাকা বাসীর দাবি। দরবাস্তিয়া গ্রামের সিরাজ উদ্দীনের পুত্র মোঃ ইব্রাহিম গ্রামের শত শত জনগণের যাতায়াতের একমাত্র পথ সরকারী খালের ভেঁড়ীর উপর শতাধিক আম গাছ লাগিয়ে বাঁশের বেঁড়া দিয়ে পথ বন্ধ করে রেখেছে। তার এই দখলবাজী কার্যক্রমের কারণে এলাকার সাধারণ জনগণ বর্তমানে অবরুদ্ধ জীবন যাপন করছেন। তাদের উপর্জানের একমাত্র সম্বল ঐ বিলের মাছ ও চাষের জমি। কিন্তুক এই ভূমি দস্যুদের কারণে যাতায়াত পথ বন্ধ থাকায় তারা অবরুদ্ধ জীবন যাপন করছে। এছাড়া একই গ্রামে বাদলের পুত্র মুসার আলী, আজিয়ারের পুত্র জব্বার আলী, মৃত কালিপদর পুত্র লক্ষী কান্তো, হাতেম আলীর পুত্র মহব্বত আলীসহ একাধিক দখল বাজ ভূমি দস্যু সদস্যরা সরকারী খাল দখল করে ও অন্যের কাছে মোটা অংকের অর্থের বিনিময়ে ইজারা দিয়ে আসছে বলে এলাকা বাসী জানায়। আর এই দখলবাজদের মূল হোতা বিমল ঘোষের পুত্র অলোক ঘোষ ও ফটিক আলীর পুত্র শামছুর মাষ্টার বলে এলাকা বাসী জানায়। তারা আরও জানায়, ইতিপূর্বে অলোক ঘোষ ও শামছুর মাষ্টারের বিরুদ্ধে সাতক্ষীরা থেকে প্রকাশিত একাধিক পত্র পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে ঢেউর বিলের সরকারী খাল দখলের প্রতিবেদন প্রকাশ হয়েছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে বলে এলাকা বাসীর দাবি। অলোক ঘোষ ও শামছুর মাষ্টারের খুঁটির জোর কোথায় এমনি প্রশ্ন ভুক্তভোগী সাধারণ জনগণের। এ ব্যাপারে দখলবাজ মোঃ ইব্রাহিম সরকারী জায়গায় আম গাছ চাষ ও পথ বন্ধ করার কথা স্বীকার করে বলেন, আমি গাছ কেটে নেবো ও যাতায়াতের পথ পরিষ্কার করে দেব। এ ব্যাপারে ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু জানান, সরকারী খাল থাকবে উন্মুক্ত ও পানি নিষ্কাশনে কোন বাঁধা থাকবে না। তাই আমি বিষয়টি তদন্তপূর্বক খাল দখলবাজদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী জানান, আমি খুব দ্রুত দখলবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।
পূর্ববর্তী পোস্ট