নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের আলীপুরে তুচ্ছ ঘটনায় এক বৃদ্ধাসহ ৩ জনকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাড়ির সীমানায় পানি ফেলানো কে কেন্দ্র করে একই এলাকার আজিবারের পুত্র জসিমের সাথে বিরোধ বাধে শহীদুল ইসলামের স্ত্রী রূপা গং এর সাথে। এর জের ধরে গত ১০ জুন সকাল ৭টার দিকে জসিমের নেতৃত্বে মৃত চাঁদ আলী খাঁর পুত্র আজিবার, আজিবারের স্ত্রী রহিমা খাতুন, জসিমের স্ত্রী আফরোজাসহ কয়েকজন লাঠিসোঠা নিয়ে রূপাদের বাড়িতে প্রবেশ করে। এসময় তারা রূপার বৃদ্ধা মাতা রাবেয়া খাতুনকে মারপিট করতে থাকে। ঠেকাতে আসলে তার দুই ভাই তৌফিক ও রবিউল কেও মারপিট করে গুরুতর আহত করে। তাদের ডাক চিৎকারে স্থানীয় ছুটে আসলে উল্লেখিত ব্যক্তিরা চলে যাওয়ার সময় খুন জখম এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে। স্থানীয় আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে তাদের মায়ের অবস্থা আশংখা জনক বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।