কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে করোনায় কর্মহীন অসহায় মানুষদেরকে খাদ্য সামগ্রী ও ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের গৃহ নির্মান বাবদ নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। সমগ্র বিশ্ব আজ করোনা ভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়েছে। এর প্রভাবে বাংলাদেশের মানুষও কর্মবিমুখ হয়ে আছে। এসব কর্মবঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে তাদের ত্রাণ সামগ্রী বিতরন, আর্থিক সহযোগিতা প্রদান, মাস্কসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরনের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন।
এমনই দৃষ্টান্ত স্থাপন করেছে দেবহাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান। দেবহাটার এই সংগঠনটির সহযোগিতায় এ উপজেলায় প্রথম ত্রাণ সামগ্রী বিতরন করে দেবহাটা প্রেসক্লাব। এবার দেবহাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সম্পূর্ন নিজস্ব আয়োজনে করোনায় কর্মবঞ্চিত ৪
শত পরিবারের হাতে সামাজিক দুরত্ব বজায় রেখে তুলে দিয়েছে মাথাপিছু ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল ও ১ কেজি লবন। এছাড়া বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকারী ঘূর্ণী ঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ১ শত পরিবারকে মাথাপিছু তুলে দিয়েছে নগদ ১৫ শত করে টাকা।
শুক্রবার সকাল ৮ টায় দেবহাটা ফুটবল মাঠে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ৫ শত মানুষকে উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক দেবহাটা প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী।
দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিক্ষানবীশ আইনজীবী আর.কে.বাপ্পার সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। এছাড়া অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক শেখ আব্দুর রউফ, দেবহাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পরিচালক প্রশান্ত কুমার রায় বাপ্পী, উপজেলার সহকারী সমবায় কর্মকর্তা মালতী রানী, মহিলা ইউপি সদস্য শাহানাজ পারভীন, দেবহাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আকরাম হোসেন, ফিল্ড অফিসার রেজাউল করিম, সৈয়দ লিয়াকত আলী, বাবলুর রহমান, আজহারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা করোনা ভাইরাস মোকাবেলায় কাউকে অকারনে বাহিরে না যাওয়া, সকল সময় মাস্ক ব্যবহার করা, সবসময় সাবান দিয়ে হাত পরিষ্কার রাখা, সামাজিক দুরত্ব বজায় রেখে চলাসহ বিভিন্ন সচেতনতামূলক কথা বলেন এবং এ সকল ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরনের জন্য সমিতির কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
পূর্ববর্তী পোস্ট