বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। ১৩ জুন ২০২০ তারিখে স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে রাজপথের অকুতোভয় সৈনিক মরহুম মোহাম্মদ নাসিম শুধুমাত্র একটি নাম নয়, একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ রাজনৈতিক সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম কারিগর ও ৩ নভেম্বর ১৯৭৫ এ জেল খানায় নির্মমভাবে নিহত শহীদ মনসুর আলীর সন্তান হিসেবে মোহাম্মাদ নাসিম পুরো রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গেই ছিলেন। পিতার মত তিনিও বাংলাদেশ আওয়াশীলীগের একটি রাজনৈতিক সম্পদ ছিলেন। বার বার তিনি তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের মানুষের ভোটে ও ভালোবাসায় নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধি হিসেবে এসেছেন। স্বাস্থ্য, স্বরাষ্ট্র, গণপূর্ত ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বও তিনি পালন করেছেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ একজন পোড় খাওয়া দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ হারালো। প্রেস বিজ্ঞপ্তি
পূর্ববর্তী পোস্ট