আশাশুনি ব্যুরো: আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি প্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শম্ভুজিত মন্ডল। শনিবার দুপুরে উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাজারের উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়ে এ জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় দীর্ঘ লকডাউনে প্রাথমিক বিদ্যালয় গুলোর শিক্ষার্থীদের পড়াশুনায় মনোনিবেশের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এসময় বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাস তার বক্তব্যে বলেন, ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে দিনে কমপক্ষে একবার ফোনে কথা বলে তাদেরকে বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। সবশেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষকদের উদ্দেশ্যে এলাকা ভিত্তিক সরাসরি শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়াসহ যতদুর সম্ভব তাদের পাশে থাকার আহ্বান জানান। মতবিনিময়কালে বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাস, আগরদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আলাউদ্দিন, শীতলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, উত্তর দাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার রায়, মাদার বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, নাটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর মল্লিক, বালিয়াঘাটা বাইনবশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, মহিষাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিলন কান্তি বিশ্বাস। মতবিনিময়ের এক পর্যায়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ
সামছুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, এছাড়াও শোভনালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল আমিন (রিপন) প্রমুখ উপস্থিত ছিলেন।