কে. এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় পুলিশ ও র্যাবের পৃথক পৃথক অভিযানে ৩২৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে। দেবহাটায় পুলিশের অভিযানে ২২০ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
আটককৃতের নাম আরিফা বেগম (৫৫)। আরিফা দেবহাটা উপজেলার খাসখামার এলাকার মৃত মনিরুজ্জামানের স্ত্রী। এ ঘটনায় দেবহাটা থানার এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে ০৮-০৭-২০২০ ইং তারিখে দেবহাটা থানায় ০৩ নং মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৭/০৭/২০২০ তারিখ সন্ধ্যার পরে দেবহাটা থানার এসআই হুমায়ুন কবির ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় দেবহাটা থানাধীন পলাতক আসামী আরিফা বেগম, স্বামী- মৃত মনিরুজ্জামান, সাং-খাসখামার, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা এর বসত বাড়ির দক্ষিণ দুয়ারী বসত ঘরের সামনে হাস মুরগী রাখা পাকা ঘরের মধ্যে থেকে ভারতীয় ২২০ (দুইশত বিশ) বোতল ফেন্সিডিল সহ রাবেয়া (৫৫), স্বামী- মৃত জিয়াদ আলী, স্থায়ী : বর্তমানে আরিফা স্বামী-মৃত মনিরুজ্জামান, সাং-খাসখামার, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, গ্রাম-গাবুরা (বড় গাবুরা), উপজেলা/থানা- শ্যামনগর, সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এছাড়া র্যাব-৬ এর পৃথক একটি অভিযানে রাকিব ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ১০৫ বোতল ফেন্সিডিলসহ আটক হয়। তার বিরুদ্ধে র্যাব এর ডিএডি জামিল হোসেন বাদী হয়ে দেবহাটা থানায় ০২ নং মামলা দায়ের করেছে। উভয় আসামিকে থানায় মামলা দায়েরপূর্বক বিচারার্থে ইং-০৮/০৭/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।