আসাদুজ্জামান ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালিরখাল এলাকা থেকে কোস্টগার্ড সদস্যরা ৫১ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ সময় সেখান থেকে দুটি নৌকা, দুটি দা, একটি চাকু ও ১২ টি পটকা বাজি উদ্ধার করা হয়। তবে, এ সময় কোন হরিণ শিকারিকে আটক করতে পারেননি কোষ্টগার্ড সদস্যরা। বুধবার ভোরে সুন্দরবনের কালিরখাল নামকস্থান থেকে এগুলো জব্দ করা হয়।
আংটিহার কোস্টগার্ডের পেটি অফিসার হামিদুর রহামান জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে হরিণ শিকারিরা হরিণ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিরখাল নামকস্থানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৫১ কেজি হরিণের মাংসসহ উক্ত মালামাল গুলো জব্দ করা হয়। তিনি আরো জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা এ সময় পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
পূর্ববর্তী পোস্ট