প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রতিবন্ধী দাবি আদায় পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন, প্রতিবন্ধী পুর্নবাসন কল্যান সমিতির মহাসচিব আব্দুল কালাম আজাদ, জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল আহাদ, প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সহ-সভাপতি নুর জাহান খাতুন, সাংগঠনিক সম্পাদক রেহেনা পারভীন, ভূমিহীন সমিতির সহ-সভাপতি আব্দুস সাত্তার, রিক্সা ভ্যান ইউনিয়নের সাধারণ সম্পাদক মোমিন হাওলাদার, মোঃ সাইদুল ইসলাম, সালমা খাতুন, মোঃ সেলিম, কওছার আলী, শাহ আলম প্রমুখ।
প্রতিবন্ধীদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জালিয়াতির মাধ্যমে সাতক্ষীরা সদর হাসপাতালের নার্স হোসনেয়ারা খাতুন ভবন নির্মান করেছে। ওই ভবন নির্মাণে পৌরসভার অনুমতি নেয়নি। এছাড়া কৌশলে প্রতিবন্ধী পূর্নবাসন কল্যান সমিতির মহাসচিবের সম্পত্তি দখলের উদ্দেশ্যে তিনবার হামলা চালিয়েছে। হোসনেয়ার ভাই মাদকাসক্ত ট্রাক চালক মোস্তফা তাকে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দিয়েছে। দুটি দলিলে ইনকাম ট্রাক্সের সনদ জাল করেছে। এছাড়া ওই নার্স হোসনেয়ারার বিরুদ্ধে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সাথে দুর্ব্যহার করার অভিযোগ রয়েছে। অবিলম্বে তার অপসারন করতে হবে। পবিত্র ঈদের সময় প্রতিবন্ধীদের মধ্যে ভিজিএফ কার্ডের চাল প্রতিবন্ধীদের মধ্যে বিতরনের জন্য মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টিআকর্ষন করেন। এছাড়া ভূমিহীণ প্রতিবন্ধীদের গৃহ নির্মাণ, প্রতিবন্ধী নারী ও শিশু নির্যাতন হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। প্রতিবন্ধী সংগঠনের জন্য দ্রুত জায়গা বরাদ্ধ দেওয়া। বাসে প্রতিবন্ধীদের সংরক্ষিত আসন চিহ্নিত করা। সকল সরকারি কমিটিতে প্রতিবন্ধী স্ব সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। প্রতিবন্ধী নাম ধারী ভূয়া সংগঠনগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ওই নার্স হোসনেয়ারার অপসারণসহ উক্ত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ঈদের পর মিছিলসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে বলে জানান বক্তারা।
পূর্ববর্তী পোস্ট