মাহফিজুল ইসলাম আককাজ : ‘সেবা মাস সবার তরে, সহযোগিতা বছর ধরে ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমাদের প্রয়াস অব্যাহত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাহক বৃদ্ধি ও গ্রাহক সেবা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার সেবা মাস-২০১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখা ভবনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডর ভিপি ও শাখা ব্যবস্থাপক মো. ফেরদৌস হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক পৌর মেয়র এম.এ জলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. খায়রুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান ও আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার এস.পিও মো. মাহবুবুর রহমান ও মো. মতিউর রহমানসহ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডর কর্মকর্তা, ব্যবসায়ী ও গ্রাহকবৃন্দ। এসময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডর শাখা ব্যবস্থাপক উপস্থিত সকল গ্রাহকদেরকে ফুলের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার ২৯ হাজার গ্রাহকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডর এক্সিকিউটিভ অফিসার মো. রবিউল ইসলাম।
পূর্ববর্তী পোস্ট