হাসান হাদী : সাতক্ষীরা সদর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন ইনস্পেক্টর মারুফ আহমেদ। তিনি আজ দুপুর ১.৩০টায় দায়িত্ব গ্রহণ করেছেন। ইতিপূর্বে তিনি খুলনা জেলার পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। যোগদান করেই তিনি সাতক্ষীরা সদর থানাকে জনবান্ধব থানা করার প্রত্যয় ব্যক্ত করেন।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রাক্তন ছাত্র মারুফ আহমেদ ২০০০ সালে জাতীয় বিশ^বিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ২০০১ সালে বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন। ২০১২ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে রাজধানীর শের-এ বাংলা থানার ওসি(তদন্ত) হিসেবে যোগদান করেন।
২০১৪ সালে তিনি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিসেবে যোগ দেন। এরপর ২০১৫ সালে দৌলতপুর এবং ২০১৬ সালে পাইকগাছা থানার ওসি’র দায়িত্ব পালন করেন। পাইকগাছা থানা থেকে বদলি হয়ে আজ তিনি সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
মারুফ আহমেদ সাতক্ষীরা সদর থানার পূর্ববর্তী ওসি ফিরোজ হোসেন মোল্লার স্থলাভিষিক্ত হলেন।
মারুফ আহমেদ এর জন্ম গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পাচুড়িয়া গ্রামে।
পূর্ববর্তী পোস্ট