ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরা (www.dailysatkhira.com)’র উদ্যোগে সাংবাদিকতায় ৪ মাস মেয়াদি মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ইন্টার্নশিপের আওতায় প্রশিক্ষণার্থীদের রিপোর্টিং এর কৌশল, নৈতিকতা, বানান ও বাক্য গঠন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণার্থীদের রিপোর্টিং এর কৌশল, সাংবাদিকের নৈতিকতা এবং সংবাদ সংগ্রহের কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।
বাংলা বানান ও বাক্য গঠনের উপর প্রশিক্ষণ প্রদান করেন তালা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আশুতোষ সরকার।
সাতক্ষীরা সরকারি কলেজে গত বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদের সম্পাদক আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন ডেইলি সাতক্ষীরা’র সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান মাসুম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ এর দর্শন বিভাগের প্রভাষক মো. মাহফুজুর রহমান।
পূর্ববর্তী পোস্ট