নিজস্ব প্রতিনিধি : কৌশলে দোকান মালিককে প্রতারিত করতে মালিক পক্ষকে ভুল বুঝিয়ে দোকানে তালা মেরে দিয়েছে প্রতিপক্ষ। ওই দোকানে রক্ষিত নগদ টাকা, মালামাল আত্মসাত করতে সন্ত্রাসী বাহিনী নিয়ে নিয়মিত হুমকি-ধামকি দিচ্ছে বহু মামলার আসামি আহছানুর রহমান। রবিবার দুপুরে সাংবাদিকদের কাছে লিখিতভাবে এ অভিযোগ উপরোক্ত অভিযোগ করেন আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের আবদুর রহমানের ছেলে এস এম মেহেদী আজম।
লিখিত অভিযোগে মেহেদী আজম জানান, তার পিতা আবদুর রহমান সাতক্ষীরা শহরের সঙ্গীতার মোড় এলাকায় নাহার প্লাজায় একটি দোকান চার বছরের চুক্তিতে অগ্রিম টাকা দিয়ে ভাড়া নেন। সেখানে চলতি বছরের (২০২০ সাল) জানুয়ারি মাস থেকে মোবাইল সামগ্রীর ব্যবসা করে আসছেন। এক পর্যায়ে পূর্ব পরিচিত আশাশুনি উপজেলার শোভনালি ইউনিয়নের বসুখালি গ্রামের মৃত রূপচাঁদ গাজীর ছেলে আহছানুর রহমানকে ৬০ শতাংশ লাভ-লোকসান মালিকানায় অংশিদার হিসেবে ব্যবসায় সম্পৃক্ত করেন। আহছানুর রহমান তাকে চার লাখ ৬১ হাজার টাকা দিয়ে ৬০ শতাংশ মালিকানায় যৌথভাবে ব্যবসা পরিচালনায় সম্পৃক্ত হন।
তিনি বলেন গত ৩১ আগস্ট কোরবানির ঈদের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে থাকায় কৌশলে সন্ত্রাসী বাহিনী নিয়ে মেহেদীর মালিকানা দোকানে তালা মেরে দেয়। এ ঘটনায় নাহার প্লাজার মালিকের সাথে যোগাযোগ করলে তারা জানায়, আহছানুর রহমান তাদের কাছে একটি এভিডেভিটের কপি জমা দিয়ে বলেছেন ওই দোকানের ডিড গ্রহিতা আবদুর রহমান তার কাছে দোকান হস্তান্তর করেছেন। ওই কাগজপত্র সম্পূর্ণ মিথ্যা, ভূয়া ও ভিত্তিহীন। দোকানের ব্যবসায়িক পার্টনার হওয়ায় আহছানুরের কাছে চাবি থাকার সুযোগ নিয়ে সে দোকান থেকে মালিক পক্ষের সাথে লিখিত চুক্তিনামা (ডিড) ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র, টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়।
মেহেদী আজম লিখিত বক্তব্যে জানান, প্রকৃত ঘটনা হচ্ছে বেশ কিছু দিন যৌথভাবে ব্যবসা পরিচালনা করার এক পর্যায়ে আহছানুর রহমান তাদেরকে জানায় সে আর এই ব্যবসার সাথে থাকবে না। এ কারণে দোকানটির একক মালিকানা আমাকে দেওয়ার জন্য আমার কাছ থেকে ২৫/৭/২০২০ এবং ২৭/০৭/২০২০ তারিখে চার লক্ষ টাকা গ্রহণ করে। এবং ঈদের পরে দোকান বুঝিয়ে দিতে চায়। ৩১/০৭/২০২০ তারিখে আকস্মিকভাবে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দোকান থেকে চলে যাওয়া এবং দোকানে তালা মারার হুমকি দেয়। এ ঘটনায় মেহেদী আজম গত ৩১/৭/২০২০ তারিখে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ জিডি করেছেন। যার নং- ১৬২৫।
তিনি আরো বলেন আহছানুর রহমান আশাশুনি উপজেলার শোভনালী এলাকার বিভিন্ন মৎাছের ঘের দখল লুটপাট মামলার আসামী। এবং আদম ব্যবসায়ী। তিনি আহছানুর রহমানের কবল থেকে নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও টাকা উদ্ধার এবং জীবনের নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপস্থিত ছিলেন মেহেদী আজমের মা মিসেস নারগিস নাহার, ছোটভাই ইয়াসিন আরাফাত, বন্ধু মাহবুবু আলম ও জাহাঙ্গীর প্রমুখ।