নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ-ভারত মৈত্রী অটুট থাকুক স্লোগানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা পুরাতন আইনজীবী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আল মাহমুদ পলাশের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির জেলা শাখার যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা ময়নূল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, জেএসডির সুধাংশু শেখর সরকার, জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রীস আলী, সুবোধ কুমার চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা শুভাষ চন্দ্র সরকার, সাইফুল আলম বাবু, ডাঃ সুব্রত ঘোষ, অধ্যাপক তপন কুমার শীল, প্রভাষক আমিনুর রহমান, ইব্রাহিম খান, এড. সুনীল কুমার ঘোষ, আসাদুজ্জামান লাভলু, ইন্দ্রজিৎ কুমার সাধু, সুজন বিশ্বাস প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালী জাতির এক অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেতাম না। বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের কারণেই দেশ দ্রুত স্বাধীন হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছিল। গেরিলা ট্রেনিং দিয়েছিল। অস্ত্র, গুলাবারুদসহ সব ধরনের সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছিল। যে কারণে বাংলাদেশ দ্রুত স্বাধীনতা লাভ করে। বক্তারা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখি, সমৃদ্ধি, সোনার বাংলা গড়তে। পাক হানাদার বাহিনী যাকে মারতে সাহস করেনি সেই বঙ্গবন্ধুকে এদেশেরই কতিপয় দুস্কৃতিকারী তাকে নির্মমভাবে হত্যা করেছিল। যা জাতি হিসাবে ন্যাক্কার জনক ঘটনা।
পূর্ববর্তী পোস্ট