সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় কামাননগরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী। জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ গোলাম রসুল, মফিজুর রহমান, আব্দুস সাত্তার, শেখ শওকাত আলী, আরমান আলী, যুগ্ম সম্পাদক রহমত আলী, সাংগঠনিক সম্পাদক এস এম রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক বাবলু হাসান, সভানেত্রী নাজমা আক্তার নদী, মহিলা সম্পাদিকা নাজমা খাতুন, সভানেত্রী ফতেমা খাতুন, মহিলা নেত্রী সালমা খাতুন, সেলিনা, পৌর সভাপতি হুসাইন মাহমুদ ক্যাপ্টেন, ভারপ্রাপ্ত সম্পাদক সোহারাব হোসেন, ভোমরা ইউনিয়নের সভাপতি শামছুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজা খাতুন, সদস্য শামছুর রহমান প্রমুখ। সভায় থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে আগামী সাধারণ সভার আগে সকল কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রুপান্ত করার জন্য বলা হয়। এছাড়া সভায় যে সকল এলাকায় খাস জমিগুলো ভুমিহীনদের এখনও বন্টন করা হয়নি। সেসকল এলাকার খাস জমি গুলো ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেয়ার জন্য ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর প্রতিশ্রুতি অনুযায়ী তাঁর কাছে পুনরায় উক্ত খাস জমিগুলো চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার আহবান জানানো হয় এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি
পূর্ববর্তী পোস্ট