আসাদুজ্জামান : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ ঘন্টার ব্যবধানে তিন জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার নোয়াকাটি গ্রামের বাসিন্দা আলাউদ্দিন সরদার (৬৮), একই উপজেলার পাটকেলঘাটা এলকার রুহুল আমিন (৬০) ও সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের বাসিন্দা জামজেদ হোসেন (৫৮)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: মানস মন্ডল জানান, জ¦র, কাশি ও শ^াসকষ্ট নিয়ে তালা উপজেলার নয়াকাটি গ্রামের আলাউদ্দিনকে তার স্বজনরা গত ১৫ আগস্ট দুপুরে হাসপাতালে নিয়ে আসে। তাকে হাসপাতালের আইসোলেসন ইউনিটে রেখে চিকিৎসা শুরু করা হয়। তার অবস্থার অবনতি হলে বুধবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা
ইউনিটে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসা চলাকালে আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
এদিকে, সাতক্ষীরা সদরের মাগুরা গ্রামের জামজেদ হোসেন দুই সপ্তাহ আগে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ তিনিও মারা যান। তাদের করোনা আছে কিনা পরীক্ষার জন্য কয়েকদিন আগে নমুনা নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি।
এছাড়া, জ¦র ও শ^াসকষ্ট নিয়ে গত ১৮ আগস্ট সাতক্ষীরা মেডিকেল কলেজে আসেন রুহুল আমিন। তার শারিরীক অবস্থা ভালো না থাকায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ দুপুর দেড় টার দিকে তিনি মারা যান।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা: জয়ন্ত সরকার জানান, মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য বলা হয়েছে। তাদের বাড়ি লকডাউনের জন্য প্রশাসনের বলা হয়েছে। এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন ৭৫ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৬ জন।
পূর্ববর্তী পোস্ট