প্রেস বিজ্ঞপ্তি: প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রাপ্ত টাইমস্কেলের জটিলতা নিরসন না করে ১২ আগস্ট ২০২০ তারিখে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত টাইমস্কেল কর্ত্তনের পত্রটি এক্ষণে বাতিলসহ বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন জাতীয়করণকৃত আদর্শ প্রাথমিক শিক্ষক মহাজোট সাতক্ষীরা জেলা শাখার। রবিবার বেলা সাড়ে ১১টায় স্বাস্থবিধি মেনে সাতক্ষীরা জেলা প্রশাসকের চত্ত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন প্রায় শতাধিক শিক্ষকরা।
সমিতির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা জেলা সভাপতি শেখ ফরিদউদ্দীন আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, রিজাউল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার, গণেশ, শফিদুল, মিজানুর, ছাবিনা ইয়াসমিন, রেখা কর্মকার ও মামুন প্রমুখ।
বক্তারা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে বলেন, সাতক্ষীরা জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আমলাতান্ত্রিক জটিলতায় জর্জরিত। অর্ধলক্ষ শিক্ষকদের ফেরত দিতে হবে টাইমস্কেল। দেয়া হেচ্ছ না জেষ্ঠতা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব। অসাধু কর্মকর্তাদের লোভের কারণে শিক্ষকরা পাহাড় পরিমাণ সমস্যায় নিমজ্জিত।
প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রাপ্ত টাইমস্কেলের জটিলতা নিরসন না করে ১২ আগস্ট ২০২০ তারিখে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত টাইমস্কেল কর্ত্তনের পত্রটি এক্ষণে বাতিল করতে হবে। এছাড়া অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা, ২০১৩ অধিন ৫০% চাকুরীকাল গণনা করতে হবে। জেষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড এবং প্রযোজ্য টাইমস্কেল প্রাপ্যতাসহ সরকারি অন্যান্য বিভাগের ন্যয় সুযোগ সুবিধা দিতে হবে শিক্ষকদের। অবিলম্বে এই নায্যদাবী পূরণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষক নেতৃবৃন্দ। সর্বপরি জাতীয়করণকৃত আদর্শ প্রাথমিক শিক্ষক মহাজোটের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন।
পূর্ববর্তী পোস্ট