আশাশুনি ব্যুুুরো: আশাশুনির বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায়় অবৈধ ভাবে আটকে রাখা কালভার্টটি পানি নিষ্কাশনের জন্য উন্মুক্ত করলেন ইউনিয়নের ০৪ ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম। গ্ৰামের ১২ টি পরিবারকে জলাবদ্ধতার হাত থেকে মুক্ত করতে গতকাল অবৈধ ভাবে আটকে রাখা কালভার্টটি মুক্ত করেন তিনি। সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পানি নিষ্কাশনের ব্যবস্থায় মেম্বারের অগ্রনী ভূমিকা পালনে বুধহাটা ইউনিয়নের ৪ নং ওয়াড নওয়াপাড়া গ্রামের মতিকুল ঢালীর বাড়ির পাশে সরকারি কালভার্টের পানি নিষ্কাশনের পথ অবৈধ ভাবে বন্ধ করায় দীর্ঘদিন যাবদ বন্ধ আরিফুল ইসলাম সহ স্থানীয় ১০/১২ ঘর দীর্ঘ ৫/৬ দিন পানি বন্ধী থাকায় কোন প্রকার কোন ব্যবস্থা না হলে স্থানীয় মেম্বর রবিউল ইসলাম নিজ উদ্দোক নিয়ে স্থানীয় জনগন ও নিজে কাজ করে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করে দেন। এ ধরনের সমাজ সেবা মুলক কাজে স্থানীয় জনগন মেম্বর রবিউল ইসলামকে অভিনন্দন জানান।
পূর্ববর্তী পোস্ট