আসাদুজ্জামান : সাতক্ষীরা ‘ল’ কলেজের শেষ বর্ষের এক ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে ফিরোজুর রহমান রানা নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক ফিরোজুর রহমান রানা (৩৫) শহরের নিউ মার্কেট এলাকার খলিলুর রহমানের ছেলে।
সাতক্ষীরা ‘ল’ কলেজের ওই শিক্ষার্থী জানান, আমার মোবাইল থেকে কৌশলে ৫-৬টি ছবি নিয়ে নেন ফিরোজুর রহমান রানার স্ত্রী মিতালী। এরপর মিতালী সেই ছবি তার স্বামী রানার কাছে সরবরাহ করে। রানা সেই ছবি কয়েকজনের কাছে দেয়। এরপর ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় তিনিপুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। এরপর ওই অভিযোগের ভিত্তিতে রানাকে ডিবি পুলিশ আটক করেন। তিনি এ সময় আটক রানার উপযুক্ত শাস্তির দাবি জানান।
সাতক্ষীরা ডিবি পুলিশের এস আই ফরিদ হাসান ভিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।##
২৮.০৮.২০