প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী প্রাকৃতিক বৈরিতায় ডুবে থাকা বানভাসিদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি শেখ শাকিল হোসেন, সাধারণ সম্পাদক এসএম শাহিন বিল্লাহ-সহ প্রণব দেবনাথ, আসিফ আরাফাত, মনিরুল ইসলাম, আবু রায়হান এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা এই উপহার সামগ্রী বানভাসী পরিবারগুলোতে পৌঁছে দেন।
জানতে চাইলে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি শেখ শাকিল হোসেন বলেন, শিক্ষার্থীদের সংগঠন হিসেবে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি বরাবরই মানবিক অনুভূতি প্রবণ। অসহায় মানুষের পাশে শিক্ষার্থীরা বরাবরের মত সবসময় থাকবে। ইয়ুথ সোসাইটি ফাউন্ডেশন এবং সাধারণ শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় দ্বিতীয় বারের মত এই কার্যক্রম পরিচালনা করা হয়।