কালিগঞ্জ প্রতিনিধিঃ “অামরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এই প্রতিবাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে র্যালি, মানববন্ধন ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অফিসার্স কল্যানক্লাব মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অালোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অাব্দুস সেলিম, থানার উপ-পরিদর্শক অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ অানোয়ার, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, অাহম্মাদ উল্যাহ বাচ্ছু, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, শিক্ষিকা কনিকা সরকার প্রমুখ। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার জয়দেব দত্তের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় কন্যা শিশু দিবসের তাৎপর্য তুলে বক্তাগন বলেন, একটি কন্যা শিশু জম্মের পরই নিজের পরিবারের নিকট থেকে বৈষম্যের শিকার হতো। কিন্তু অতীতের সেই বর্বরতাকে পেছনে ফেলে বর্তমানে শিক্ষাসহ নানা ক্ষেত্রে কন্যা শিশুরা এগিয়ে যাচ্ছে। প্রত্যেক অবিভাবকদের উচিৎ কন্যা শিশুদের প্রতি বেশী বেশী খেয়াল রাখা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট