নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার আওয়ামী লীগ নেতা শরবত মোল্লা হত্যা মামলার প্রধান আসামী খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদত শাহানেওয়াজ ডালিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে। মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলামের ১০ দিনের রিমাণ্ড আবেদন শুনানী শেষে আমলী আদ্লাত ৮ এর বিচারক ইয়াসমিন নাহার এ আবেদন মঞ্জুর করেন।
দীর্ঘদিন পালিয়ে থাকার পর পহেলা অক্টোবর দিবাগত রাত একটার দিকে আশাশুনি শরবৎ হত্যা মামলার প্রধান আসামী শাহনেওয়াজ ডালিম কে ঢাকার খিলখেত এলাকার নিজস্ব বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২ অক্টোবর তাকে জিজ্ঞাসাবােদর জন্য ১০ দিনের রিমাণ্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়।
এদিকে শাহানেওয়াজ ডালিমকে নিঃশর্ত মুক্তির দাবিতে এলাকাবাসী বৃহষ্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে এক মানববন্ধন কর্মসুচি পালন করে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, আদালতের আদেশ পাওয়ার পর শুক্রবার তাকে জেলখানা থেকে তাদের জিম্মায় নিয়ে আসা হবে।
পূর্ববর্তী পোস্ট