আবু ছালেক : শনিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জি ফুল বাড়ী কেন্দ্রীয় খান আতীয়ুর রহমান আদর্শ মিশনের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শ্রষ্টার ইবাদত ও সৃষ্টের সেবার জন্য জি ফুল বাড়ী কেন্দ্রীয় খান আতীয়ুর রহমান আদর্শ মিশনের পুর্নাঙ্গ কমিটিতে সভাপতি হিসাবে রয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান, ফিংড়ীর কৃতি সন্তান আলহাজ্ব মো: নজরুল ইসলাস, সহসভাপতি এ্যাড,এস এম হায়দার,আলহাজ্ব মো: গোলাম মোস্তফা,সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ডা: আ হ ম হাফিজুর রহমান খান,সহ সম্পাদক মাও: জয়নুল ওয়ারা,কোষাধ্যক্ষ ডা: জি এম মাহবুবর রহমান,সমাজকল্যান সম্পাদক আনিছুর রহমান,প্রচার সম্পাদক আ: খালেক,সদস্য চেয়ারম্যান সামছুর রহমান,এ এফ এম রেজাউল হাসান খান,এ এইচ এম গোলাম মোস্তফা খান এবং মোস্তাফিজুর রহমান উজ্জল।
জি ফুল বাড়ী কেন্দ্রীয় খান আতীয়ুর রহমান আদর্শ মিশনের পুর্নাঙ্গ কমিটি গঠন
পূর্ববর্তী পোস্ট