নিজস্ব প্রতিনিধি : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সুলতানপুরস্থ সংগঠনের অস্থায়ী জেলা কার্যালয়ে এ আলোচনা সভায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তি মানবতার শত্রু ঘৃর্ণ্য ঘাতকরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। সেই দিন ঘাতকদের এই নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেলও। বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্যদের সাথে ঘাতকরা নির্মমভাবে শেখ রাসেলকে হত্যা করেছিল। সেসময় শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল। শহিদ শেখ রাসেল বাংলাদেশের শিশু কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষের কাছে ভালোবাসার নাম।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রশীদ, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আলী সুজন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সহ সভাপতি আব্দুল আলীম সরদার, আব্দুর রউফ খোকন, সবুর খান, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, পৌর শাখার সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী, সদর উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শেখ রাসেল এর জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি কামরুজ্জামান।
পূর্ববর্তী পোস্ট