বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সঞ্চালনায় এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম নিপেন্দ্রনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, ইঞ্জিঃ আ ব ম মোসাদ্দেক, আবু হেনা সাকিল, প্রভাষক মোনায়েম হোসেন, স ম সেলিম রেজা মিলন, শেখ জাকির হোসেন, আব্দুল আলিম মোল্যা, উপজেলা পরিষদের সিএ নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এছাড়াও আম্পানে ক্ষতিগ্রস্থ নদী ভাঙ্গন কবলিত এলাকার অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়া ও বারবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ায় আশাশুনি উপজেলাকে দুর্যোগ প্রবণ উপজেলা হিসেবে চিহ্নিতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
পূর্ববর্তী পোস্ট