নিজস্ব প্রতিনিধি : ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলে মিশে যুগেরপর যুগ বসবাস করে আসছে। দীর্ঘদিনের এ সম্প্রীতি যদি কেউ সম্প্রদায়িক গুটি কতক দাঙ্গাবাজদের কারনে নষ্ট হতে পারে না। রোববার ২৫ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মহা নবমীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এসব কথা বলেন। এদিন নেতৃবৃন্দ সদরের আগরদাড়ী,ঘোনা, শিবপুর ইউনিয়নের কালিতলা, বাশতলা,ঝিটকি,ছোনকা,ঘোনা, কাথন্দা, বৈকারী, ভোমরা পুরাতন হাটখোলা ও সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের নেতৃত্বে পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, েেজলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনর রশিদ, সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম,কোষাধ্যক্ষ আমির হামজা, সদস্য মশিউর রহমান ইদুল, ডাঃ মুনসুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বর্তমান যুবলীগ নেতাসাবেক, জি এম ওয়াহিদ পারভেজ, ছাত্রনেতা তানভীর কবীর রবিন, সাতক্ষীরা জেলা তরুন লীগের সভাপতি শাহানুর রহমান শাহিন , সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাতক্ষীরা জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম সহ ছাত্রলীগের ও যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।