আশাশুনি প্রতিনিধি: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটুক্তির প্রতিবাদে আশাশুনি উপজেলার কাদাকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার কাদাকাটি স্কুল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কুল্যা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা সাজ্জাদুল হক টিটুলের নেতৃত্বে নবী (সঃ) প্রেমিক ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিলটি কাদাকাটি হাজীরহাট, কাদাকাটি পূর্ব বাজারসহ কুল্যা-বঁাকা সড়কের বিভিন্নস্থান প্রদক্ষিন শেষে কাদাকাটি হাজীরহাট বাজারের চাদনী সেট চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় মাওলানা সাইদুল ইসলাম, হাফেজ শেখ আসলাম আলী, হাফেজ আব্দুল মালেক, সাবেক মেম্বার নুরুল ইসলাম মালী, আলহাজ্ব মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল হক, প্রধান শিক্ষক ইকলাছুর রহমান, তানভীর হোসেন রিপনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সঃ) কে সৃষ্টি করা না হলে এই পৃথিবীর কোন কিছুই সৃষ্টি হতো না। আর তাকে নিয়ে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। আমরা এই ব্যঙ্গচিত্র ও কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সমাবেশ থেকে ফ্রান্স সরকার কতর্ৃক মুসলিম দেশগুলোর সরকার প্রধানের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়। এসময় ফ্রান্স সরকার কতর্ৃক ক্ষমা না চাওয়া পর্যন্ত বক্তারা বাংলাদেশ সরকারের কাছে ফ্রান্সের সকল পণ্য বর্জন করা, তাদের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধের দাবী জানান।