আবু ছালেক: জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪ দলিয় নকআউট ভিত্তিক হ্যান্ডবল প্রতিযোগিতা ও মাসব্যাপি সাতার প্রশিক্ষন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।রবিবার সকাল ১১টার সময় ৪ দলীয় হ্যান্ডবল প্রতিযোগিতা এবং পরে সাতার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।হ্যান্ডবল প্রতিযোগিতায় সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় হ্যান্ডবল দল,কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় হ্যান্ডবল দল,বদরতলা মাধ্যমিক বিদ্যালয় হ্যান্ডবল দল এবং সরাপপুর মশিউরিয়া মাদ্রাসা হ্যান্ডবল দল খেলায় অংশগ্রহন করে। প্রথম সেমি ফাইনাল খেলায় সরাপপুর মশিউরিয়া মাদ্রাসা হ্যান্ডবল দলকে পরাজিত করে সরাপপুর উনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ফাইনাল খেলায় উর্তির্ন হয়।এরপর দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বদরতলা মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় দল ফাইনালে উতির্ন হয়।
ফাইনাল খেলায় শরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় হ্যান্ডবল দল ২/১ গোলে কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরষ্কার প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো:খালিদ জাহাঙ্গীর। সমগ্র খেলা পরিচালনা করেন সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফারুক হোসেন। খেলার শেষে স্কুল মাঠের পার্শ্ববর্তি পুকুরে মাস ব্যাপি সাতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।এ সময় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম,সরাপপুর মাদ্রাসা শিক্ষক আনন্দ কুমার , শেখ হাসানুর রহমান,৩২ জন সাতার প্রশিক্ষনার্থী,এলাকার গন্য মান্য ব্যাক্তি প্রমুখ।