বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক শাখা সাতক্ষীরা জেলা কমিটির বিশেষ বর্ধিত সভা গতকাল দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু পেশিজীবী পরিষদের সাতক্ষীরা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক শাখা সাতক্ষীরা জেলা সভাপতি মনোরঞ্জন বন্ধোপধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি এড.সালমা আক্তার ও মোঃ শফিউদ্দীন মাষ্টার, যুগ্ন-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাভলু, সাংগঠনিক সম্পাদক এড.সুনীল কুমার ঘোষ ও আব্দুর রহমান, ভূমি সম্পাদক এড.গোপাল চন্দ্র ঘোষ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজি শাহাদাৎ হোসেন মাছুম, সহ-সভাপতি হরিপদ মন্ডল, আব্দুর রশিদ ও আব্দুল লতিফ, শাহাদাত হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক অনিমেষ ঘোষাল ও রহমত আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও ধনঞ্জয় গাইন, আব্দুল্লাহ কবির, শেখ হযরত আলী, নাজমা খাতুন, মনিরা পারভিন, শাহাজান কবির, আবু রায়হান, খোকন আলী প্রমুখ।
সভায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর কেন্দ্রীয়ভাবে
ঘোষিত মুজিব বর্ষ ২০২০-২০২১ কর্মসূচির অংশ হিসেবে বর্ধিত সভায় আসন্ন মহান বিজয় দিবস ও দলের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সাংগঠনিক বিষয়ে বিস্তর কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক শাখার ৭৫ সদস্য সদস্য বিশিষ্ট্য সাতক্ষীরা জেলা কার্যনির্বাহী কমিটি পূণঃগঠন করা হয় এবং ৯ সদস্য বিশিষ্ট্য উপদেষ্টা মন্ডলী গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
পূর্ববর্তী পোস্ট