নিজস্ব প্রতিনিধি : জালিয়াতির মাধ্যমে বয়স কমিয়ে কুন্দুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি চাকুরি পাওয়া শীব প্রসাদের কে রক্ষায় আশাশুনি উপজেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসার কর্তৃক অশুভ পায়তারার প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পাকাপুলের উপর কুন্দুড়িয়া গ্রামবাসির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বুধহাটা ইউপির ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা: মমতাজ বেগম, গ্রামবাসীর পক্ষে মো: ময়নুদ্দিন, মো: মিজান, প্রান্ত প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন, কুন্দুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে নিয়োগ প্রাপ্ত হন শিবপ্রসাদ গত ২০১৩ সালের ২৮ মার্চ । চাকুরির পাওয়ার জন্যে বয়স কমিয়ে তিনি বড় ভাই হয়েও ছোট এবং ছোট ভাই উত্তম কুমার সরকার হয়েছেন বড় ভাই। শিবপ্রসাদের বর্তমান জাতীয়পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম সাল ১৯৮৩। অথচ তার পিতা মারা যান ১৯৭১ সালে। তাছাড়াও বুধহাটা ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন ভলিউম বইয়ে দেখা গেছে শিবপ্রসাদের নামের স্থানে ফ্লুট মেরে কয়েকবার পরিবর্তন করা হয়েছে। যদিও সে সময় নাকি শিবপ্রসাদের ভাগ্নি রবীন্দ্র নাথ ইউনিয়নের জন্ম নিবন্ধনের তালিকা প্রস্তুতের দায়িত্বে ছিলেন।
তার আরও বলেন, শিবপ্রসাদ ৮ম শ্রেণী পাশ না করেও কুন্দুড়িয়া পি এন উচ্চ বিদ্যালয় থেকে ড্রাইভিং লাইন্সের নাম করে ৮ম শ্রেণির একটি ভূয়া সনদ নিয়েছেন যেটি তদন্তে সুস্পষ্ট। অথচ আশাশুনি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রথম দিকে সঠিকভাবে রিপোর্ট দিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও বর্তমানে এড়িয়ে যাচ্ছেন। আমরা খবর পেয়েছি অভিযুক্তরা বিভিন্ন মাধ্যমে প্রচার দিচ্ছেন শিক্ষা অফিসারদের ম্যানেজ করা হয়েছে। তাদেই কিছুই হবে না। তাই উক্ত বিষয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।