অনলাইন ডেস্ক : সরকারি চাকরিতে (১১ থেকে ২০ গ্রেড) আউটসোর্সিং পদ্ধতিতে আর কোনও নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (৬ ডিসেম্বর) এ সংক্রান্ত নতুন আদেশ সংবলিত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ বিভাগ বলেছে, নতুন সিদ্ধান্তের কারণে এসব গ্রেডে আউটসোর্সিং করে নিয়োগের যে প্রজ্ঞাপন ২০১৯ সালের অক্টোবর মাসে জারি করা হয়েছিল তা বাতিল বলে গণ্য হবে।
অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধীনস্থ দফতর ও সংস্থায় ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দিয়ে আউটসোর্সিং করে বাছাই কাজ করা যাবে না। একই সঙ্গে এ সংক্রান্ত কাজে অর্থ বরাদ্দ বা প্রস্তাবও পাঠানো যাবে না।
অর্থ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় আউটসোর্সিং কাজে কোন অর্থ বরাদ্দ বা প্রস্তাব পাঠানো যাবে না।
পূর্ববর্তী পোস্ট