নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পি. কে. ইউনিয়ন ক্লাবের ৮২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস উদযাপন উপলক্ষে পি কে ইউনিয়ন ক্লাবের বীর মুক্তিযোদ্ধা ও কৃতি খেলোয়াড় কর্মকর্তাবৃন্দের সম্মাননা প্রদান এবং সাজেক্রেসের নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা ষ্টেডিয়াম সংলগ্ন ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ পি কে ইউনিয়ন ক্লাবের সভাপতি ও সাজেক্রীসের নব- নির্বাচিত সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ. ফ. ম রুহুল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা কলারোয়া ১ আসনের সাংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সিআইডি পুলিশ সুপার মো. আনিচুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজহার হোসেন , সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, বীর মুক্তিযোদ্ধা ডাঃ রাশীদ রেজা খান, বীর মুক্তিযোদ্ধা মশাররফ হোসেন মশু। এসময় আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থা সহ সভাপতি আশরাফুজ্জামান আশু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি শেখ নিজাম উদ্দিন, পি কে ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, ৮ নং ওয়াসহ পিকে ক্লাবের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আ. ন. ম আখতারুজ্জামান মুকুল।
পূর্ববর্তী পোস্ট