প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোজাম্মেল হক (৮২) আজ শুক্রবার (১১-ডিসে-২০২০) সকাল ৮:৩০ টায় ঢাকার নিউরোলজী সায়েন্স হাসপাতালে মস্তিস্কের স্ট্রোকে মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
তিনি অত্যন্ত কর্মব্যস্ত, সরল ও পরোপকারী ব্যক্তি ছিলেন ।
কর্মজীবনে তিনি সাতক্ষীরা পি. এন. হাই স্কুল ও দৌলতপুর বি. এল. কলেজও শিক্ষকতা করেছেন । তিনি আমৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে প্রকাশিত আন্তর্জাতিক মানের Journal of Botany সম্পাদনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন ।
মৃত্যুকালে ড. এম. এম. হক একমাত্র পুত্র মোস্তফা মেহের (টিটো), কন্যা ইশমাত শাহীন (বীথি) ও স্ত্রী রাশিদা হক -কে রেখে গেছেন । তাঁর মরদেহ সাতক্ষীরা (আশাশুনি)-র গ্রামের বাড়ি কাদাকাঠি নেওয়া হবে এবং সেখানে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের পিতা-মাতার কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে ।
ড. মোজাম্মেল হক-এর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করা হয়েছে ।