নিজস্ব প্রতিবেদক : বিচারপ্রার্থীর আইনজীবী হওয়ার সুবাদে এক যুবলীগ নেতার স্ত্রীকে ফুসলিয়ে ভাড়া বাড়িতে রেখে অনৈতিক সম্পর্ক গড়ে তোলা, নগদ টাকা ও সোনার গহনা আত্মসাতের প্রতিবাদ করায় যুবলীগ নেতাকে কুিপয়ে ও পিটিয়ে জখমের অভিযোগে সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহরের রসুলপুরের হাসানুজ্জামান ডাবলু বাদি হয়ে মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক মো. হুমায়ুন কবীর তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলায় সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের আকাশ বিশ্বাস, নুরুল উল্লাহ বিশ্বাস ও কামারবায়সা গ্রামের পলাশ সরদারকেও আসামী করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, যুবলীগ নেতা শহরের রসুলপুরের হাসানুজ্জামান ডাবলুর সঙ্গে ওয়ারিয়া গ্রামের বিপাশা বিশ্বাসের ১২ বছর আগে বিয়ে হয়। শারীরিক অসুস্থতার কারণে দু’বছর আগে ভারতে চিকিৎসা নিতে যান ডাবলু। এ সময় তার স্ত্রী বিপাশা বিশ্বাস একই এলাকার নজরুল ও রবিউলের বিরুদ্ধে আদালতে মামলা করেন। বাদি পক্ষের আইনজীবী ছিলেন জজ কোর্টের বর্তমান পিপি অ্যাড. আব্দুল লতিফ। এ সময় বিপাশার উপর আব্দুল লতিফের কু’ নজর পড়ে। একপর্যায়ে লতিফ তাকে ফুসলিয়ে নিয়ে রসুলপুরে তার বাড়ির এলাকায় ব্যাংক কর্মকর্তা মারুফ হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে রেখে নিয়মিত অনৈতিক সম্পর্ক স্থাপন করতেন। ভারতে থেকে দেশে ফিরে তিনি স্ত্রীকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে খোঁজ পেয়ে চলতি বছরের গত ১৯ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ব্যাংক কর্মকর্তা মারুফের বাড়ির তিন তলায় বিপাশা ও লতিফকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। যাহা ব্যাভিচারের শামিল। এ নিয়ে প্রতিবাদ করায় আব্দুল লতিফ রান্নাঘর থেকে বটি এনে ডাবলুকে কুপিয়ে জখম করেন। লতিফের মোবাইল ফোন পেয়ে আকাশ বিশ্বাস, নুরুল উল্লাহ বিশ্বাস ও পলাশ সরদার ওই ঘরে এসে ডাবলুকে এলোপাতাড়ি মারপিট করে জখম করে। ডাবলুর প্যান্টের পকেটে থাকা ট্রাক ভাড়ার ৫৫ হাজার টাকা নিয়ে নেয় লতিফ। এ ছাড়া লতিফ তার স্ত্রী বিপাশার নামে তিনটি ব্যাংকে রাখা প্রায় আট লাখ টাকা তুলে আত্মসাৎ করেছে। এ ছাড়া ডাবলুর দেওয়া সাড়ে চার লাখ টাকা মূল্যের ছয় ভরি ওজনের সোনার গহনা আত্মসাৎ করে। মারাত্মক জখম ডাবলুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে অ্যাড. আব্দুল লতিফ জানান, তিন মাস আগে বিপাশা ডিভোর্স দিয়েছে ডাবলুকে। ডিভোর্স না মেনে অধিকার ফলাতে যেয়ে মারপিট করায় বিপাশা গত ১৯ নভেম্বর বাদি হয়ে ডাবলুর বিরুদ্ধে থানায় মামলা করেছে। তাছাড়া বিপাশার বাবা তার বন্ধু। বিপাশাকে তিনি মা বলেই সম্বোধন করেন। তাই তার সঙ্গে কোন অনৈতিক সম্পর্কের প্রশ্নই ওঠে না।
মুখ্য বিচারিক হাকিম আদালতের পেশকার আনোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট