বি এম আলাউদ্দীন : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়ায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে লক্ষ টাকার আটদলীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় খুলনা জেলার কয়রা উপজেলার বাগালী আগমনী ই-স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার বিকালে বাঁকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মোবাইলে অডিও কনফারেন্সের মাধ্যমে এ ফাইনাল খেলাটির শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় কয়রার বাগালী আগমনী ই-স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ও সাতক্ষীরা জেলার শ্রীরামপুর ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হয়।
উত্তেজনাপূর্ণ এই খেলায় প্রথমার্ধে কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে প্রথম দিকে বাগালী আগমনী ই-স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। এবং শেষের দিকে শ্রীরামপুর ফুটবল একাদশ ১টি গোল করার মাধ্যমে খেলায় সমতা ফিরে আসে। পরে আর কোন গোল না হওয়ায় নির্ধারিত সময় শেষে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বাগালী আগমনী ই-স্পোর্টিং ক্লাব ৪-১ গোলের ব্যাবধানে শ্রীরামপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
আকর্ষনীয় এই খেলাটি পরিচালনা করেন, ফিফা রেফারী ইকবাল আলম বাবলু, নাসির উদ্দীন, জাহাঙ্গীর হোসেন ও আনিসুর রহমান। ধারাভাষ্যে ছিলেন, আছাদুল হক ও আশরাফ হোসেন।
“মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়” এই শ্লোগানকে সামনে রেখে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শম্ভুজিত মন্ডল। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির ও অফিসার ইনচার্জ এর সহধর্মিনী হাফছা খাতুন তথি। প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলের সঞ্চালনায় এসময় মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিয়ারাজ আলী, আওয়ামীলীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, সেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, আওয়ামীলীগ নেতা প্রভাষক মাহবুবুল হক ডাবলু, এসএম ওমর ছাকি পলাশ, প্রভাষক দিপংকর বাছাড় দীপু সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।