বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভা সংগঠনের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র গীতা ও বাইবেল পাঠ করা হয়।
মহান বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, সভাপতি মন্ডলীর সদস্য বিশ্বনাথ ঘোষ, এড. সোমনাথ ব্যানার্জী, সুধাংশু শেখর সরকার, গৌর দত্ত, সিদ্ধেশ্বর চক্রবর্তী, পৌলসাহা, সদর উপজেলা সভাপতি নিত্যানন্দ আমিন, জেলার যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, সদর উপজেলার সম্পাদক বাসুদেব সিংহ, জেলার প্রচার সম্পাদক বিকাশ দাস, তালা উপজেলার সভাপতি অধ্যাপক সরজিৎ ঘোষ, দেবহাটা উপজেলা সভাপতি অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিক, আশাশুনি উপজেলার সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী,কালিগঞ্জ উপজেলা সভাপতি গোবিন্দ মন্ডল, শ্যামনগর উপজেলা সভাপতি রণজিৎ বরকন্দাজ, অসিম দাস সোনা,অজয় ঘোষ, যুব ঐক্য পরিষদের রণজিৎ ঘোষ, মিলন রায়, ছাত্রঐক্য পরিষদের আহ্বায়ক সুজন বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
পূর্ববর্তী পোস্ট