শেখ শাকিল হোসেন : টিউশনির জমানো টাকা দিয়ে নিজ এলাকার ৩০ জন শীতার্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমানুল্লাহ পারভেজ।
আমানুল্লাহ পারভেজ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বসুখালী গ্রামের সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী।
করোনার ছুটিতে টিউশনি করে জমানো টাকার একটি অংশ দিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করেছি, বলছিলেন আমানুল্লাহ পারভেজ। তিনি বলেন, নিজের জন্মস্থানের প্রতি দায় ও দায়বদ্ধতার জায়গা থেকে আমি এটা করেছি। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমি সবসময়ই মানুষের পাশে থাকব।
আমানুল্লাহ পারভেজের এমন উদ্যোগ অনান্য শিক্ষার্থীদের মানবিক কাজে উদ্ধুদ্ধ করবে বলে মনে করেন সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি শেখ শাকিল হোসেন। তিনি বলেন, আমানুল্লাহ পারভেজের এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থী মহলে দারুণ প্রভাব ফেলেছে। বিশেষ করে সাতক্ষীরার শিক্ষার্থীদের ভেতর মানবিক কাজের প্রতি স্পৃহা বাড়িয়ে দিয়েছে।