তালা প্রতিনিধি : তালায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক সুলতানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার ( ১১জানুয়ারী) সকালে তালা প্রেসক্লাবের উদ্দ্যোগে প্রেসক্লাব হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু’র সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তালা প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক মো. তারিফ-উল-হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক সুলতান।
তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের পৃষ্টপোষক ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মেহেদী রাসেল, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মাগুরা আইডিলয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, উপজেলা পানি কমিটির সাধারন সম্পাদক মীর জিল্লুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানমসহ তালা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান পেশাগত দায়িত্ব পালনে তালাবাসির সার্বিক সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, তালার রাজনীতিবিদ, সমাজকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বোপরি উপজেলা সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা পেলে তালা উপজেলায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো ও তালা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতো।
পূর্ববর্তী পোস্ট