অনলাইন ডেস্ক : ভারতের গুজরাটের সুরাতে ট্রাকের চাপায় ১৫ শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় ফুটপাতে তারা ঘুমিয়ে ছিলেন।
মঙ্গলবার ভোরে সুরাত শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কোসাম্বা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির
সুরাতের কমরেজ বিভাগের উপ-পুলিশ সুপারসিএম জাদেজা জানান, একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের পরে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। সেখানে শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। এসময় তাদের ওপর দিয়ে একটি ট্রাক চলে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত আটজনকে। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় সাহায্য কোষ থেকে মৃতদের পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।