অনলাইন ডেস্ক : তৃতীয় ধাপে পৌরসভার ভোটকে কেন্দ্র করে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় পাঁচ পুলিশ সদস্যকে পিটিয়েছে দুই কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। এ ঘটনায় আহত ওসিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে মির্জাপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের আম্মাতুননেছা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. রুবেল হোসেন জানান, ৪নং ওয়ার্ডের আম্মাতুননেছা ভোটকেন্দ্রে দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে হাফিজুর রহমান টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে বিজয়ী হন।
ফলাফল ঘোষণা করে ব্যালট বাক্সসহ নির্বাচনী মালামাল নিয়ে আসার পথে ভোটকেন্দ্রের কিছুটা দূরে পরাজিত কাউন্সিলর প্রার্থী মিন্টু মিয়া ও সাজু মিয়ার নেতৃত্বে তাদের কর্মী সমর্থক রাস্তার ওপর গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দিয়ে ওসির গাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় ওসির গাড়ি।
এ সময় ওসি মো.রিজাউল হকসহ ৫ জন কমবেশি আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসিকে আহতাবস্থায় জামুর্কি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয়।