প্রেস বিজ্ঞপ্তি : অকাল প্রয়াত অনীক আজিজ স্বাক্ষর স্মরণে ‘অনীক স্মৃতি সাংবাদিকতা’ প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কর্মসূচি আগামী শুক্রবার ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে।
ইয়ুথ সাতক্ষীরার ব্যবস্থাপনায় সাতক্ষীরার জনপ্রিয়তম নিউজপোর্টাল ‘ডেইলি সাতক্ষীরা’র সহযোগিতায় সাংবাদিকতায় দুই মাস মেয়াদি প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কর্মসূচির আওতায় সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের সংবাদ সংগ্রহের কৌশল, তথ্য সংগ্রহ, সংবাদ লেখা, প্রতিবেদন তৈরি, সংবাদ সম্পাদনা, ভিডিও ধারণ, ভিডিও সম্পাদনা এবং ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে রিপোর্ট তৈরির জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ চলাকালীন তাদের তৈরি করা প্রতিবেদনসমূহ বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচারের ব্যবস্থাও করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারীদের জন্য সার্টিফিকেট এবং পুরস্কারের ব্যবস্থাও রয়েছে।
প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থী/তরুণ-তরুণীদের আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ টার মধ্যে dailysatkhira@gmail.com ঠিকানায় নিজ নিজ বায়োডাটা ই-মেইল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য ০১৭৪৬৫৪৫১১৯ নাম্বারে ফোন করা যাবে।