আসাদুজ্জামান : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সাতক্ষীরার নলতায় খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এর ৫৭ তম তিন দিনের বার্ষিক ওরস শরিফ। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে শুরু হয় মিলাদ মাহফিল। এরপর সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই আখেরি মোনাজাত পরিচালনা করেন, নলতা শরিফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ রংপুরী।
আখেরি মোনাজাতে মহামারী করোনা ভাইরাস থেকে বাংলাদেশ তথা বিশ্ববাসীকে পরিত্রাণ এবং পীর কেবলার ভক্তবৃন্দ ও মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
আখেরি মোনাজাতের পূর্বে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এর শিক্ষা-দীক্ষা ও কর্মময় জীবন দর্শন সম্পর্কে আলোচনা রাখেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, কেন্দ্র্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ, খানবাহাদুর আহ্ছানউল্লঅহ ইন্সটিটিউট এর মহাপরিচালক আলহাজ্জ এএফএম এনামুল হক প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ৫৭ তম বার্ষিক এই ওরস শরিফ।
পূর্ববর্তী পোস্ট